স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার(৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের আহমেদ উড ক্রাফট কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার ছেলের শফিকুল ইসলাম বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে শেফালী বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কা দিলে তিনি ছিটকে পরে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ। তিনি জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।