ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে কক্সবাজারে স্থলের আবহাওয়া। বুধবার (১০ আগস্ট) সকালে কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া এ তথ্য জানান।
তিনি জানান, উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন ও স্বাভাবিক রয়েছে। লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলার সমূহকে পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, সতর্ক সংকেতের তথ্যটি সমুদ্রে মাছ ধরা সব নৌযানকে জানানো হয়েছে। উত্তাল সমুদ্রের মাঝ থেকে উপকূলের পাশাপাশি নিরাপদ স্থানে আসার আহবান জানানো হয়েছে। অনেকে নির্দেশনা মেনে উপকূলের কাছাকাছি আসতে শুরু করেছে বলে জেনেছি।