আর্কাইভ  শনিবার ● ১১ অক্টোবর ২০২৫ ● ২৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

রংপুরে ডা. এ জেড এম জাহিদ
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রবিবার, ২৭ নভেম্বর ২০২২, দুপুর ০৪:৪৭

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) নীলফামারীর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার(২৭ নভেম্বর) দুপুরে জেলা সদরের দারোয়ানী নামক স্থানে ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই প্রতিষ্টাবার্ষিকীর আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের (রংপুর) কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। অনুষ্ঠানের শুরুতে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. সোহরাব হোসেন, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, নীলফামারী ব্যাটালিয়ের উপ-অধিনায়ক মেজর রুহুল আসাদ, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, গ্রেডেড স্পেশালিষ্ট ইনগাইনী এন্ড অবস লেঃ কর্নেল নিশাত পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাক (আইসিটি ও শিক্ষা) মীর্জা মুরাদ হাসান বেগ, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ। শেষে মধাহ্ন ভোজে অংশ নেন অতিথিরা।

মন্তব্য করুন


Link copied