আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

৭৯ রানে অলআউট রংপুর, হার এড়াল বৃষ্টিতে

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, রাত ০১:৩৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টিতে টেবিলের তলানিতে থাকা সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ব্যাটিং ধস দেখেছে রংপুর রাইডার্স। সবার আগে আসরের ফাইনাল নিশ্চিত করা দলটি অলআউট হয়েছে কেবল ৭৯ রানে। অবশ্য পরাজয় দেখতে হয়নি নুরুল হাসান সোহানদের। বৃষ্টিতে দ্বিতীয় ইংনিস খেলা না হওয়ায় অপরাজিত থেকেই ফাইনালে খেলবে বাংলাদেশের দলটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসের আগেই বৃষ্টি নামে। প্রথম দফায় বৃষ্টি শেষে টস হলে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় রংপুর। তবে খেলা শুরুর আগে ফের বৃষ্টি নামে। সোহানরা ব্যাটিং নামলে ৪.৪ ওভার পর তৃতীয় দফায় হানা দেয় বৃষ্টি। তাতে খেলা নেমে আসে ১৪ ওভারে। সেখানে ১৩.৫ ওভার ব্যাট করে ৭৯ রানে গুটিয়ে যায় গতআসরের চ্যাম্পিয়ন দলটি। রংপুর ব্যাটারদের মধ্যে কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। সাইফ হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন দুজনেই ২৫ রান করে করেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ ৫ রান করে আসে ইব্রাহিম জাদরান, নুরুল হাসান ও হারমীত সিংয়ের ব্যাট থেকে। 

নিউজিল্যান্ডের দলটির হয়ে তিনটি করে উইকেট নেন অ্যাঙ্গাস শাও, জেডিন লিনক্স ও ব্লাইর টিকনার।

সোহানদের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ফের বৃষ্টি হানা দেয় গায়ানায়। তাতে ফলাফল ছাড়াই ম্যাচ শেষ হয়।

আগামী শনিবার সকালে ফাইনাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ৭ পয়েন্ট নিয়ে লিগপর্বে শীর্ষস্থান দখলে নিয়েই ফাইনালে খেলবে রংপুর। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে গায়ানা।

মন্তব্য করুন


Link copied