আর্কাইভ  শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ● ১০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

“প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসে”

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২, সকাল ০৯:৩৩

Advertisement

শাকিব খানকে বাংলাদেশের সম্পদ মনে করেন অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। শুধু তা-ই নয়, চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং তাঁর সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এই মুখ। আগামী ২১ তারিখ ‘বসন্ত বিকেল’ নামে সুবহার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব-খান বুবলী ইস্যুতে সরগরম হয়ে ওঠে―এ প্রসঙ্গে কথা বলেন সুবাহ। তিনি বলেন, ‘আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এটা বেডরুমেই সীমাবদ্ধ থাকার কথা। তবে আমি এটাও মনে করি, এক হাতে কখনোই তালি বাজে না। ’

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তাঁর কাছে যাঁরা যাচ্ছেন তাঁরা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাঁদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাঁদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাঁদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাঁদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। ’

শাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার। ’

সুবহা আরো বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো―তাঁদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তাঁরা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তাঁরা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছে। আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাঁদেরই শেষ করা দরকার। ’

শাকিবের প্রেমে পড়েছেন কি না―এমন প্রশ্নের জবাবে সুবহা বলেন, ‘মিডিয়াতে আমি কখনো কারো প্রেমে পড়িনি, একমাত্র সালমান খান ছাড়া। ’

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ এলে করবেন কি না―এমন প্রশ্ন করা হলেই সুবহা সরাসরি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করব। করব না কেন?’

সিনেমায় সুবাহর কোনো গডফাদার নেই―এমনটাই জানিয়ে বলেন,  ‘আমি শিল্পী, আমি আর্টিস্ট, সিনেমাতে আমার কোনো গডফাদার নেই। আমি এখানে যত দূর আসছি, নিজে নিজেই আসছি, নিজের যোগ্যতায়। আমি সকলের সঙ্গেই কাজ করতে চাই, সে শাকিব খান হোক বা সাইমন ভাইয়া হোক বা ইমন ভাইয়া হোক―এটা আমার কাছে কোনো বিষয় নয়। আমার কথা―ভালো কাজ, ভালো গল্প, ভালো ডিরেক্টর। যেখানে আমি সম্মান পাব, যেখানে আমি নিজেকে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারব সেখানেই কাজ করব। ’

সুবহার অভিষেক চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’ পরিচালনা করেছেন রফিক সিকদার। এতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিপন মিত্র।

মন্তব্য করুন


Link copied