আর্কাইভ  শুক্রবার ● ২ মে ২০২৫ ● ১৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২ মে ২০২৫

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, বিকাল ০৭:৪১

Advertisement

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ আরোহী নিয়ে মোটরসাইকেলটি হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি মহিষলুটি এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী গ্যাসবাহী একটি লরি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন


Link copied