আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

পঞ্চগড়ে বিপুল ভোটে নির্বাচিত বড় সতীন, আনন্দিত ছোট দুই সতীন

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, দুপুর ০১:৩৯

Advertisement Advertisement

ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫ ও ৬) সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী বড় শাহিনা বেগম কলম প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷

রোববার রাতে আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল আলম শাহীনা বেগমকে বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহিনা বেগম কলম প্রতীক নিয়ে ২ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজিনা বেগম তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৩৫ ভোট। এদিকে প্রথম বারের মতো বড় সতীন শাহীনা বেগম সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় শাহিনার বাড়িতে বইছে আনন্দের জোয়ার। অন্যদিকে বড় সতীনের বিজয় অর্জনের বেশ খুশি তার শাহীনার মেজো সতিন আকলিমা আক্তার ও রত্না আক্তার।

তৃতীয় ধাপে রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহীনা। রাত-দিন স্বামীসহ তিন সতীন ছুটে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহাল্লায়। বড় সতীনের জন্য অন্য দুই ছোট সতীন কলম প্রতীককে ভোট চেয়ে দোয়া ও সমর্থনের জন্য ভোটারদের বাড়ি বাড়ি যান৷ সাংসারিক বিভিন্ন সমস্যা মধ্যেও একসঙ্গে থাকায় এবার ইউনিয়ন নির্বাচনে একে অন্যের পাশে দাঁড়িয়েছেন শাহিনা বেগম, আকলিমা বেগম ও রত্না বেগম৷

এ বিষয়ে শাহিনা বেগম বলেন, আমার নির্বাচনী ৩টি সাধারণ ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছে, আজ তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ভোটারদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে চাই এবং তাদের সেবা করতে চাই। আমার জন্য আমার স্বামী ও দুই সতীন অনেক কষ্ট করেছে তাদের অবদান আমি ভুলতে পারব না।

এ বিষয়ে কথা হয় শাহীনার মেজো সতীন আকলিমা আক্তারের সাথে। তিনি বলেন, শাহিনা আমার বড় সতীন হলেও তিনি আমার বড় বোন। তিনি আজ নারী ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন এতে আমি অনেক আনন্দিত। আমার বোন জনগণের সেবা করবে তাদের পাশে দাঁড়াবে এটাই বড় আনন্দ।

একই কথা বলেন শাহীনার ছোট সতীন রত্না আক্তার। তিনি বলেন, আমরা তিন সতীন বোনের মতো। শাহানা আপাকে ভোটে জেতাতে আমরা তিন জনে রাত দিন কাজ করেছি৷ আমি সবার কাছে দোয়া চাই আমার বড় সতীন যেন সবার সেবা করে পাশে দাঁড়াতে পারেন।

এ বিষয়ে শাহিনার স্বামী দেলওয়ার হোসাইন বলেন, আমার বড় বউ শাহীনা বেগম আজ জনগণের ভোটে সংরক্ষিত নারী ইউপি সদস্য নির্বাচিত হলেন এতে আমিসহ আমার তিন বউ অনেক খুশি ও আনন্দিত। আমার বড় বউ শাহীনাকে ভোটে জেতাতে আমিসহ আমার মেজো ও ছোট বউসহ যেভাবে পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো আমরা। সবার কাছে দোয়া চাই শাহিনা যেন মানুষের সেবা করে ভোটারের দেয়া আমানত রক্ষা করতে পারে৷

জানা গেছে, আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মেহেরপাড়া এলাকার বাসিন্দা ও মৎস্যচাষী দেলওয়ার হোসেন ভালোবেসে পর্যায়ক্রমে শাহিনা, আকলিমা ও রত্নকে বিয়ে করেছেন। তিন স্ত্রীর ঘরে ১ মেয়ে ও তিন ছেলে নিয়ে তার সংসার। দেশের বিভিন্ন এলাকায় সতীনের ঘরে ঝগড়া বিবাদ দেখা গেলেও দেলোয়ারের ঘরে দেখা গেছে ভিন্ন চিত্র। দেলওয়ার নামে ওই মৎস্যচাষী এক বাড়িতে তিন স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন। পরিবারে নেই কোন ঝগড়া বিবাদ।

মন্তব্য করুন


Link copied