আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, দুপুর ০৪:৩৭

Ad

রাজশাহী: রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনালে ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মোহাম্মদ মহিউদ্দিন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বিএনপি নেতার মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান মামলার আবেদনটি খারিজ করে দেন। এর আগে তিনি মামলার আবেদনটি গ্রহণ করেছিলেন।

তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, কুৎসিত ও মর্যাদাহানিকর মন্তব্য করায় সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও নাহিদের নামে মামলার আবেদনটি করা হয়েছিল।

জানা যায়, জাইমা রহমান নিজে থানায় অভিযোগ দেননি, এ ছাড়া বিষয়টি নিয়ে সারা দেশে যেহেতু মামলা হচ্ছে সে কারণে এখানে মামলা হওয়ার যুক্তিকতা নেই। পাশাপাশি ডা. মুরাদের ভিডিও চিত্র ও কথোপকথনে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমনটা মনে করেননি বিচারক। এই তিনটি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে অভিযোগটি মামলা আকারে গ্রহণ না করে খারিজ করে দিয়েছেন আদালত।

মন্তব্য করুন


Link copied