বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শিউলী আখতারকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ আইরিন আক্তারকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদেরকে এসব পদে দায়িত্ব প্রদান করা হয়। তাঁদের এই দায়িত্ব ২৪ মার্চ ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।