আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রাতে কালবৈশাখী ঝড়ের আভাস

মঙ্গলবার, ৩ মে ২০২২, বিকাল ০৫:২০

Advertisement Advertisement

ডেস্ক: আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আগামীকাল সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিন যশোর, কুষ্টিয়া অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, রাজধানীতে এ পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় এখন বৃষ্টি বন্ধ রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে, আজ ঈদুল ফিতরের দিন সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে নেমেছে বৃষ্টি। এতে ঈদের নামাজ পড়তে কিছুটা ভোগান্তি হয়েছে। তবে বৃষ্টিতে গরম থেকে স্বস্তি পেয়েছে দেশের মানুষ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন


Link copied