আর্কাইভ  মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ● ৩০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

বুড়ি তিস্তা জলধার খননে বাধা, হামলায় ৯ জন আহত

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩, রাত ০৮:৫৬

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার মধ্যস্থল কালিগঞ্জ নামকস্থানে বুড়িতিস্তা সেচ প্রকল্পের জলধার খনন কাজে বাধা দেওয়ায় পাঁচ হাজার ৫০০ একর জমির ফসল নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে সুবিধাভোগী কৃষকরা। আজ সোমবার(২৭ ফেব্রুয়ারী) দুপুর সারে ১২টার দিকে একদল মুখোশধারী দূর্বৃক্তরা খনন কাজ চলাকালিন ঠিকাদারী প্রতিষ্ঠানের দুইজন প্রতিনিধি সহ শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাকাজ স্ট্যান্ডার্ড  (জেডি) দুই জন প্রতিনিধি মমিনুর রহমান খান(৪৫) ও কামরুজ্জামান কামরুলকে(৪৬) নীলফমারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা হলো লেবু,রাজিবম মোহসিন,নাসির,জাকির, বাবু, ও শরিফুল ইসলাম পান্না। তাদের ডিমলঅ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। 
বুড়িতিস্তা সেচ প্রকল্পের সেচ সুবিধা প্রাপ্ত কৃষকরা অভিযোগ করে জানায় খনন কাজে বাধা দিয়ে ঠিকাদারদের উপর এই হামলার সাথে নেপথ্যে জড়িত  রয়েছে প্রভাবশালী কামরুল কবির ও স্বপন নামে দুই প্রভাবশালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা। 
জানা যায়, পাঁচ  হাজার ৫০০ একর জমিতে নিরবিচ্ছিন্নভাবে সেচের পানি সরবরাহকরার নিমিত্তে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের আওতায় বুড়ি তিস্তা সেচ প্রকল্পের  ৬৬৭ একর জলাধারটি ৫টি প্যাকেজে প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে পুণর্খননের কাজ ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু করা হয়। যার উদ্ধোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। 
এলাকার কৃষকরা জানায়, সরকারি জলধারের কিছু অংশ প্রভাবশালীরা অবৈধভাবে দখলের জন্য খনন কাজে বাধা দিতেই এমন হামলা চালালে খনন কাজ বন্ধ হয়ে যায়। হামলায় ১০ জন আহত হয়। ওই হামলাকারীরা খনন কাজে ব্যবহৃত ৫টি স্কেভেটর ভেকু মেশিন আগুন দিয়ে পুড়ি দেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে ডিমলা ও জলঢাকা থানা পুলিশ দ্রুত ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। 
বুড়িতিস্তা সেচ প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা জানায়, সেচের সরকারি জলধারটি ভরাট হয়ে যাওয়ায় সেচ কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। ফলে ৫ হাজার ৫০০ একর জমি ঠিকমতো সেচ পাচ্ছেনা। জলধারটি দ্রুত খনন করলে  তাদের আমন ও বোরো ধান মৌসুমে ফসল উৎপাদনে সুবিধা হবে। এখন খনন কাজ বন্ধ থাকলে তারা সেচ নিয়ে বিপাকে পড়তে হবে। এলাকার কৃষকরা হামলাকারিদের দ্রুত গ্রেফতারের দাবি করে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আহত কামরুজ্জামান কামরুল বলেন হামলাকারীরা মুখোশ পড়া ছিল। তারা হঠাৎ এসে খনন কাজ বন্ধ করতে বলে হামলা চালিয়ে আমাদের আহত করে। এ ব্যাপারে   ঠিকাদারি প্রতিষ্ঠান মাকাজ স্ট্যান্ডার্ড  (জেডি) পক্ষে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান জানান, হামলাকারীদের হামলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দুইজন প্রতিনিধির মাথা ফেটেছে। মাথায় সেলাই পড়েছে। তারা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকী ৭ জন শ্রমিকদের ডিমলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে খনন কাজ বন্ধ রয়েছে।
 জলঢাকা থানার ওসি ফিরোজ কবির জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা হামলাকারিদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা করছি। 

মন্তব্য করুন


Link copied