স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রূপালী(৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার(১৮ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
বুধবার(১৯ এপ্রিল) বাদ আছর আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ শেষে কেন্দ্রীর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি নীলফামারী শহরের নিউ বাবুপাড়ার মো. নূর ইসলামের স্ত্রী। মৃত্যুকালে স্বামী দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক।