নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ ১৬ অক্টোবর, ২০২৩খ্রি:, সোমবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীন চন্দ্র দাসকে-সভাপতি এবং মেহেদী হাসান সিদ্দিকী রনিকে-সাধারণ সম্পাদক করে আগামী ০৩ (তিন) বছরের জন্য রংপুর জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ১৯ জনের নাম ঘোষণা করেছেন। উল্লেখ্য যে, গত ০৫ নভেম্বর ২০২২খ্রি:, তারিখে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কমিটিকে আগামী ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে শূণ্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।