স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী কেরানীপাড়ার জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উক্ত বৃদ্ধা মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে ওইদিন ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির উঠানে কয়েকজন মিলে শীত নিবারণের জন্য আগুনের তাপ পোহাচ্ছিলেন জরিমন বেওয়া। এ সময় হঠাৎ আগুনে পড়ে গিয়ে দগ্ধ হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন বিষয়টি ইউপি চেয়ারম্যান অবগত করেছেন।