আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে উৎপাদিত শাক-সবজির এলাকাতেই চড়া দাম

রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩৯

Advertisement

ডেস্ক: এখন সবজির ভরা মৌসুম। বাজার ভরে উঠেছে শীতকালীন সবজিতে। তবুও স্বস্তি নেই দামে। রংপুরের শস্য ভাণ্ডার খ্যাত মিঠাপুকুরের বাজারগুলোতেই চড়া দাম বিভিন্ন সবজির। এতে সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে নিম্ন-মধ্যবিত্তদের। সবজি উৎপাদনে বিখ্যাত মিঠাপুকুরের বাজারগুলোতে এমন ঊর্ধ্বগতির বাজার হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ভোক্তা পর্যায়ে।

সরজমিন গিয়ে দেখা যায়, মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী জায়গীর হাটে  খুচরা ও পাইকারি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। সকাল ৮টার মধ্যে কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত সবজিগুলো সাইকেল কিংবা ভ্যান, অটোরিকশায় করে বাজারে নিয়ে আসছেন। জায়গীর হাটে আলু কেজি প্রতি ৩৬ টাকা, মিষ্টি কুমড়া ৩২ টাকা, বেগুন ৫০ টাকা, কালাই শিম ৫০ টাকা, বারি শিম ৪০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা, পিয়াজ ৬৪ টাকা, আদা ২শ’ টাকা, টমেটো ৪০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, শাকের মধ্যে ৩ আঁটি নাপা শাক ২৫ টাকা, লাল শাক ২৫ টাকা, প্রতি আঁটি বথুয়া শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, সবুজ/ডাটা শাক ১০ টাকা, লাউ শাক ১০ টাকা।

সবজি কিনতে আসা একাধিক ভোক্তা অভিযোগের সুরে মানবজমিনকে বলেন, ‘গত বছরোত এ্যার চেয়ে অর্ধেক দামোত সবজি কিনছি বাহে। এবার দ্বিগুণ দাম বাড়ি গেছে, কিন্তু কামাই তো আর বাড়ে নাই।

মিঠাপুকুরের রানীপুকুর এলাকার সবজি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ‘প্রায় ৮-১০ বছর থাকি এই হাটোত হরেক ধরনের সবজি ব্যাচাইছোল। আগের বছরের এই সময়ে আলু বিক্রি করছেনো ১৫-১৮ টাকা এ্যালা আলুর দাম দ্বিগুণ হয়া ৩৬ টাকা। এ ছাড়াও ফুলকপি গতবছর ১৫ টাকাতো কাইয়ো নেয় নাই আর এইবার কেজি ৩০ টাকা।’

আরেক ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, ‘সবকিছুরই দাম বাড়ছে। যখন দাম কম ছিল তখন ক্রেতারা যেকোনো সবজি দুই-আড়াই কেজি করে কিনতো। কিন্তু দাম বাড়ার পর থেকে হাফ কেজি সর্বোচ্চ এক কেজি সবজি কেনে। দাম বেশি হলেও বিক্রি কম হচ্ছে।’

হাটে সবজি কিনতে আসা নুরবানু বেগম বলেন, ‘আলু-ফুলকপি-বেগুন সউগেরে দাম বাড়ছে। মোর তো আর দাম বাড়ে নাই যে মুই এত দাম দিয়্যা এইগুল্যা কিনবার পাম। আগোত আলু-ভাত খায়া দিন পার করছিনো, এ্যালা তারও দাম বেশি।’

আরিফ মিয়া বলেন, ‘আমাদের এলাকাতেই সবজি চাষ হয়। স্থানীয় সবজি চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও পাঠানো হয়। এখানে চাহিদার তুলনায় বেশি সবজি উৎপাদন হলেও সাশ্রয়ী দামে আমরা সবজি কিনতে পারছি না।’

এদিকে রংপুর নগরীর বৃহৎ সিটি বাজারে সবজি’র বাজার ঊর্ধ্বমুখী। এ বাজারে গেল সপ্তাহে কেজি প্রতি আলু (এসটরিক্স) ৭২ টাকা, শিম ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পিয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, শীতকালীন শাক-সবজি বাজারে উঠতে শুরু করেছে। শাক-সবজিসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে।

মন্তব্য করুন


Link copied