আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

সাংবাদিকদের  চিকিৎসা করবেন না রমেক হাসপাতালের চিকিৎসক ডা. জিয়া

রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, রাত ১০:০৭

Advertisement

নিজস্ব প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জিয়াউর রহমান  জিয়ার দুর্ব্যবহারে ক্ষুব্ধ রংপুরের সাংবাদিক সমাজ। 

রবিবার সন্ধ্যায় সাংবাদিক নজরুল মৃধা মোবাইল ফোনে বার্ন ইউনিটের সর্বশেষ তথ্য জানতে চাইলে ডা. জিয়া তার সাথে দুর্ব্যবহার করেন। নজরুল মৃধা বিষয়টি সাথে সাথে সাংবাদিক সমাজের নেতৃবৃন্দকে জানালে তারা ডা, জিয়ার সাথে মোবাইল ফোনে কথা বলেন। ২১ টেলিভিশনের রংপুর প্রধান সাংবাদিক সমাজের লিয়াকত আলী বাদল ডা, জিয়ার সাথে যোগাযোগ করলে তার সাথেও চরম দুর্ব্যবহার এবং অশালীন ব্যবহার করেন ডাক্তার জিয়া। বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

উল্টো স্বপন চৌধুরীকে তিনি বলেন, এখন থেকে কোন সাংবাদিকের চিকিৎসা তিনি করবেন না। তার এমন কথার প্রেক্ষিতে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যে ডা. জিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাইলে মানবন্ধনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এদিকে হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় রয়েছি। বিষয়টি রংপুরে গিয়ে দেখব। 

হাসপাতালের উপ-পরিচালক ডা. আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সোমবার অফিসে গিয়ে বিষয়টি তিনি দেখবেন। 

ডা. জিয়ার এমন ব্যবহারে রংপুর সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেদ মন্টু,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক  মিজানুর রহমান লুলু,রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, রংপুর রিপোর্টস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।  তারা উক্ত চিকিৎসককে নিঃশর্ত  ক্ষমা চাইতে বলেন।  অন্যথায় মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন


Link copied