ডেস্ক: পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আজ শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির যে নিষেধাজ্ঞা ছিল তা বাড়ানো হচ্ছে। আজ ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ভারতের আমদানি ও রপ্তানির বিষয়গুলো দেখভাল করা সংস্থা ডিজিএফআই তাদের বিবৃতিতে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত।