আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, বিকাল ০৬:৫৬

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকায় মানষিক ভারসাম্যহীন এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে(২৫) গণধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুব জজ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ রবিবার (১৪ এপ্রিল) রাতে ৬ যুবককে গ্রেপ্তার করে। সোমবার(১৫ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো উক্ত ইউনিয়নের কিত্তনীয়াপাড়া এলাকার আতাউর ইসলাম (৩৫), রফিকুল ইসলাম(৪৯), মোঃ আলী হোসেন(৪৫),জামিয়ার রহমান(৪২), সিরাজুল ইসলাম(৪৫) ও গোলাম মোস্তফা(৪২)। 
অভিযোগ মতে, জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের ডুকরি হাজীপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে মানষিক ভারসাম্যহীন বুদ্ধিপ্রতিবন্ধী হালিমা খাতুন(২৫) পহেলা বৈশাখের দিন সকাল থেকে গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের সারা দিন ঘোরাঘুরি করে। সন্ধ্যা নামলে ওই নারী বাড়ি ফিরে না গিয়ে হাজীগঞ্জ বাজারের এ দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে আসামীরা ওই নারীকে সেখান থকে উঠিয়ে নিয়ে সিরাজুল ইসলামের দোকানের পেছনে নেয়। সেখানে জোড়পূর্বক গণধর্ষন করে তারা। এরপর ধর্ষিতাকে গোপন স্থানে ফেলে দিয়ে আসে। ঘটনাটি জানতে পেরে গোড়গ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কৌশলে রাতেই উক্ত ৬ জনকে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। 
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদে তারা ধর্ষিতাকে কোথায় ফেলে দিয়ে এসেছে তা জানালে পুলিশের নারী ফোর্স সহ আমরা পার্শ্ববতী চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামালি এলাকা গেলে ওই নারীতে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান বাদী হয়ে নাঃশিঃ নিঃ দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন(মামলা নম্বর ১২)। #

মন্তব্য করুন


Link copied