স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহন ২১ মে। প্রচারর প্রচারনায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা দিতে অস্বীকার করায় প্রার্থীকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা জানান, জরিমানা বিধি মোতাবেক হয়নি। এটি আক্রোশমূলক বলা চলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ মে) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম। জরিমানার টাকা পরিশোধ না করায় শনিবার(১৮ মে) জেলহাজতে পাঠানো হয় তাকে।
জানা গেছে, বেশ কয়েক দির ধরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া দিয়ে গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। এঅবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে একমাসের কারাদন্ড দেন বিচারক।
এদিকে শনিবার দুপুর ১টার দিকে তাকে নীলফামারী অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক শাহিন কবিরের আদালতে নেয়া হয়। সেখানে ফয়সাল দিদার দিপুর আইনজীবী জামিনের আবেদন করলে তার জামিন না মঞ্জুর করে বিকাল সাড়ে ৫টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এই উপজেলার নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেয়ারম্যান প্রার্থী ফয়সাল জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানান। ফলে বিধি মোতাবেক তাকে একমাসের কারাদন্ড দেওয়া হয়।
উল্লেখ যে. এই উপজেলায় মোট প্রার্থী ১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সম্পাদক রিয়াদ আরফান সরকার (দোয়াত কলম), সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সদস্য মহসিন আলী রুবেল(হেলিকপ্টার) উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ (টেলিফোন), জাতীয় পার্টি পৌর শাখার আহবায়ক জয়নাল আবেদীন(মোটরসাইকেল) এবং জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক স¤পাদক ফয়সাল দিদার (ঘোড়া)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হলেন সানজিদা বেগম লাকী(পদ্মফুল),মোস্তাফিজা হোসেন(প্রজাপতি) ও সুমিত্রা রানী(কলস)। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন আনোয়ারুল ইসলাম(টিউবওয়েল), মোঃ মহসীন( চশমা) ও শেখ আব্দুল্লাহ(তালা)।