আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫

গাইবান্ধায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

বুধবার, ২৮ আগস্ট ২০২৪, বিকাল ০৬:৫০

Advertisement

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধা যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন।

নিহতরা পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া এলাকার মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল হোসেন (৪০) এবং সদর উপজেলার তুলশীঘাট এলাকার তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল করিম (৩৫)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন।

মন্তব্য করুন


Link copied