আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

এক ম্যাচ আগেই সিরিজ জয় জ্যোতিদের

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, রাত ০৮:২৭

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক; এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইরিশ মেয়েদের ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। 

প্রথম ওয়ানডেতে একই মাঠে ১৫৪ রানে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে। জবাবে বাংলাদেশের মেয়েরা ৪৩.৫ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তুলে সহজেই জয় ছিনিয়ে নেয়। 

দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে জয়ের পথ তৈরি করে দেন ফারাজানা ও শারমিন

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ডের মেয়েরা। কিন্তু তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন অ্যামি হান্টার  ও ওরলা প্রেন্ডারগাস্ট। এতেই লড়াইয়ে পুঁজি গড়ার ভিত পায় তারা। দীর্ঘক্ষণ ক্রিজে থেকে ওরলা ৭২ বলে ২ চারে ৩৭ রানে বিদায় নেন রানআউট হয়ে।

একই ওভারে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হন অ্যামি। তিনি ৮৮ বলে ৮ চারে ৬৮ রান করেন। পরবর্তীতে লরা ডেলানি ৫০ বলে ১ চারে ৩৩ করে রানআউট হয়েছেন এবং ইউনা রেমন্ড-হোয়ে ১৭৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত থাকেন। 

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে আয়ারল্যান্ড নারী দল। অফস্পিনার সুলতানা খাতুন ১০ ওভারে ১ মেডেনে ৩২ রানে ২ উইকেট নেন। 

জবাব দিতে নেমে সতর্ক হয়েই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক পিঙ্কি ও মুরশিদা খাতুন। তবে পঞ্চম ওভারে দলীয় ১৫ রানে সাজঘরে ফেরেন মুরশিদা (৬)। এরপর ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা ৮৫ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে।

টানা দ্বিতীয় অর্ধশতক হাঁকান ধীরস্থির ফারজানা। তিনি ৮৯ বলে ৬ চারে ৫০ রান করে লরা ডেলানির পেসে। কিছুক্ষণ পর শারমিনও ৬৩ বলে ৪ চারে ৪৩ রানে সাজঘরে ফেরেন। সোবহানা মোস্তারিও ২১ বলে ২ চারে ১৬ রানে বিদায় নেন। 

টানা ৩ টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার পঞ্চম উইকেটে মাত্র ৪০ বলেই ৫৩ রানের জুটি গড়ে সহজ জয়ের পথ বাতলে দেন। জ্যোতি ৩৯ বলে ৪ চার, ১ ছক্কায় ৪০ রানে সাজঘরে ফেরেন।

কিন্তু স্বর্ণা দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তিনি ২৯ বলে ১ চার, ১ ছয়ে ২৯ রানে অপরাজিত থাকেন। ফলে ৩৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৯৭ রান তুলে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডেলানি ২ উইকেট নেন।

মন্তব্য করুন


Link copied