আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক এসআই-ছাত্রদল নেতা

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন জনতা। পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। 

রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করেনে জনতা। 

গ্রেপ্তাররা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন। 

বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেদোয়ান ও রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী সৌরভ। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপাশা এলাকায় রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এলাকাবাসীর সন্দেহ হলে বিমানবন্দর থানার ওসিকে জানানো হয়। ওই থানার কেউ অভিযানে যায়নি- ওসি এ তথ্য নিশ্চিত করলে এলাকাবাসী দুজনকে আটক করেন। অপর দুজন পালিয়ে যান। 

কাজিরহাট থানার ওসি মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাযুন কবীর বলেন, তাদের কমিটিতে একজন সহসভাপতির নাম সাকিবুল হক রাসেল। মাধবপাশায় গ্রেপ্তার হয়েছেন রাসেল। দুজন একই ব্যক্তি বলে তারা জানতে পেরেছেন। চাঁদাবাজির অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied