রংপুর ।। রংপুর বিভাগে নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। এ উৎসব নির্বিঘ্ন করতে গির্জাগুলোতে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
জানা গেছে, রংপুর বিভাগের জেলাসমূহে (রংপুর-৮৬টি, ঠাকুরগাঁও-৬০টি, দিনাজপুর-২০টি, নীলফামারী-১২টি, লালমনিরহাট-৩টি, পঞ্চগড়-২টি এবং কুড়িগ্রাম-১টিসহ) সর্বমোট-১৮৪টি গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন-২০২৪ উপলক্ষে সকাল থেকে ধর্মীয় প্রার্থনা সভা, কেক কর্তন, মিষ্টি বিতরণ, যিশুখ্রিষ্টের আত্মজীবনী প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে। এছাড়াও পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশ, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ক্লাবে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে গির্জাগুলো। প্রতিটি গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। এই নিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।
রংপুর গির্জার সাবেক ফাদার পালক পলকারি জানান, সকাল ৯টা থেকে ধর্মীয় উপাসনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজন ও আনন্দ উৎসব পালন করা হচ্ছে। গির্জাগুলোতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বড়দিন উপলক্ষে রংপুর চার্চের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।