স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সরকারিভাবে পুনর্বাসন, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ, রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ এবং বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ- সহ চার দফা দাবীতে রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করছেন আটকেপড়া উর্দুভাষীদের সংগঠন স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) নীলফামারীর সৈয়দপুর শাখা। এতে সৈয়দপুরের ২৩টি অবাঙালী ক্যাম্পের বসবাসকারী নারী ও পুরুষরা অংশ নেন।
সকাল থেকে দিনব্যাপী শহরের জিআরপি মোড় চত্বরে আয়োজিত অনশন শুরু হয়।
অনশন অনুষ্ঠানের সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর।
বক্তব্যে বক্তারা তাদের দাবি মেনে নিতে অন্তবর্তীকালিন সরকারের নিকট বিনীত অনুরোধ জানান।