উত্তর বাংলা ডেস্ক ;২০২৪ সালে রংপুরে ঘটে গেছে বেশ কয়েকটি আলোচিত ঘটনা। এরমধ্যে ১৬ জুলাইয়ের ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের বুক পেতে দেওয়া আর পুলিশের গুলি চালানোর দৃশ্যটি বিশ্ববাসী দেখেছে।
আবু সাঈদের মৃত্যুতে দেশজুড়ে আন্দোলন
১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে থাকা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে তারা। এতে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ।
নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
১৮ জুলাই পার্ক মোড় তাজহাট থানা এলাকায় পুলিশের গুলিতে মানিক মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়।
১৯ জুলাই ৫ জনের মৃত্যু
১৯ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হন সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, আব্দুল্লাহ আল তাহির, মেরাজুল ইসলাম মেরাজ । এ সময় আহত হন শতাধিক ছাত্র-জনতা।
৪ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ৫ আওয়ামী লীগ নেতাকর্মী নিহত
৪ আগস্ট দুপুরে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারাধন রায় এবং তার গাড়িচালক কমল রায়সহ পাঁচজন মারা যান।
ভোটযুদ্ধে জিএম কাদেরের প্রতিদ্বন্ধী হিজড়া জনগোষ্ঠীর রানী
২০২৪ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের ও হিজড়া জনগোষ্ঠীর আনোয়ারা ইসলাম রানীকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়। ভোটযুদ্ধে জিএম কাদেরই জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গখ্যাত রংপুরের ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র একটিতে জয় পেয়েছিল জাতীয় পার্টি।
জিআই পণ্য হিসেবে হাঁড়িভাঙার স্বীকৃতি
রংপুরের অর্থনীতিতে আশীর্বাদ হয়ে আসা হাঁড়িভাঙা আমকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১২ ফেব্রয়ারি। এর আগে ২০১৬ সালে রংপুরের শতরঞ্জি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নেয়া হাঁড়িভাঙা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের সম্মানের সঙ্গে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।
আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলায় আন্দোলনকারী কলেজছাত্র আলফি শাহরিয়ার মাহিমকে (১৬) আসামি দেখিয়ে গ্রেফতারের বিষয়টি ছিল বেশ আলোচিত। ১৯ জুলাই মাহিমকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি অগোচরেই ছিল। ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় ৩১ জুলাই মাহিমের বোন সানজানা আখতার স্নেহা ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে।
কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে ১ আগস্ট আদালত তাকে জামিন আদেশ দেন।
পুলিশ সদস্যের ফেসবুক পোস্টে প্রশাসনে তোলপাড়
২০ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক উপ-পরিদর্শকের (এসআই) ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় শুরু হয়। স্ট্যাটাসে দাবি করা হয়- গত ১৯ জুলাই রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিজেই রাইডকার দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন।’
এই ফেসবুক স্ট্যাটাসটি রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও শেয়ার করেন এসআই মজনু। এরপর সেটি নিয়ে রংপুরসহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
জামায়াতের হিন্দু শাখা গঠন নিয়ে বিতর্ক
২৫ অক্টোবর রংপুরের পীরগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠনের খবরটিও ছিল বেশ আলোচনায়। যদিও পরবর্তীতে জামায়াত নেতারা দাবি করেন- হিন্দু শাখা নয়, অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন করা হয়েছে।
চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাটিও আলোচিত ছিল। ৯ অক্টোবর রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ
ওই দিন আবু সাঈদের ছোট বোন সুমী খাতুনকে চাকরি দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে নভেম্বরের শুরুতে আবু সাঈদের দুই ভাই চাকরি থেকে অব্যাহতি নেয়ায় তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
অধ্যক্ষের গলায় জুতার মালা, বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণ
এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন, বেরোবিতে উপদেষ্টা নাহিদ ইসলামের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান, আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেফতার, পীরগাছায় ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীনকে জুতার মালা দিয়ে পদত্যাগে বাধ্য করানোর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়। সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে জাতীয় পার্টির দ্বন্দ্ব, রংপুরে অবাঞ্ছিত ঘোষণা এবং গণঅধিকার পরিষদের বিরুদ্ধে জাতীয় পার্টির মুখোমুখি অবস্থানের বিষয়টিও রাজনৈতিক মহলে আলোচনায় ছিল।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বিতর্কে বদিউল আলম
গত ১৯ ডিসেম্বর রংপুরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ‘নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না’ বলে সমালোচনার মুখে পড়েন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন সেটি প্রত্যাখ্যান করে।
যদিও ‘নির্বাচন নিয়ে বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে’ দাবি করে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার।