আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
রংপুরের দুইটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

রংপুরের দুইটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ডাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

চলতি জানুয়ারিতে শুক্রবার নিয়ে তুমুল আলোচনার নেপথ্যে কী

বুধবার, ১ জানুয়ারী ২০২৫, দুপুর ০৪:২৮

Advertisement

অঅন্তর্জাতিক ডেস্ক :এই নতুন বছরের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার থাকছে। তবে এমন ঘটনাটি সাধারণত পাঁচ/ছয় বছরের ব্যবধানে ঘটে থাকলেও এটিকে আট শতাব্দির বেশি সময় পর ঘটতে যাওয়া বিরল ঘটনা বলে অপপ্রচার চালানোর একটি চেষ্টা দেখা যাচ্ছে। ভুয়া তথ্যটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে গেছে। সম্প্রতি ‘দীর্ঘ ৮২৩ বছর পর ২০২৫ সালের জানুয়ারিতে আমরা ৫ জুম্মা ওয়ালা মাস পেতে যাচ্ছি’ শীর্ষক দাবিতে মিথ্যা এবং অতিরঞ্চিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার, বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ৮২৩ বছর পর ২০২৫ সালের জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার আসার দাবিটি সঠিক নয়। মাত্র তিন বছর আগে ২০২১ সালের জানুয়ারি মাসেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। তাছাড়া, প্রতি বছরই বেশ কিছু মাসে পাঁচটি শুক্রবার থাকে। তাই বলা যায়, ৮২৩ বছর পর নয়, তিন বছর আগেও জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার ছিল। 

আরেক অনুসন্ধানে দেখা গেছে, ‘টাইম অ্যান্ড ডেট’ ওয়েবসাইটে ‘ফাইভ উইকেন্ডস ইন ওয়ান মান্থ হেপেন্স মোর ওফেন দ্যান এভরি ৮২৩ ইয়ারস’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই বছরে একাধিকবার এমন পাঁচটি বার আসার প্রমাণ পাওয়া যায়। যেমন: ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার এবং পাঁচটি শুক্রবার থাকছে। একইভাবে ২০২৫ সালের অক্টোবর মাসেও এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটবে। এছাড়া, গত বছরের ডিসেম্বরে পাঁচটি রোববার ছিল। চলতি বছরের নভেম্বরে রোব ও শনি দুটি বারই পাঁচবার করে আসবে। 

সপ্তাহের শেষ এই তিনটি দিন শুক্রবার, রোববার এবং শনিবার অনেক দেশে ছুটির দিন হিসেবে উদযাপিত হয়ে থাকে। মুসলিমঅধ্যুষিত একাধিক দেশে শুক্রবার সরকারি ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। পাশাপাশি, মুসলিমদের কাছে শুক্রবার বা জুম্মাবার হিসেবে ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে। আর এসব কারণে এই ভুয়া তথ্যটি বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে। এর আগেও আলোচিত হয়েছে। তবে অনেক মুসলিম দেশে রোববার সাপ্তাহিক ছুটি উদযাপিত হয়। অধিকাংশ পশ্চিমা দেশে রোববারকে সাপ্তাহিক ছুটি হিসেবে উদযাপন করা হয়।   

মন্তব্য করুন


Link copied