আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ

বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:০১

Advertisement Advertisement

রংপুর ব্যুরোঃ  তারুণ্যের শক্তি  সম্বন্ধে আমরা জানি যে কোনো পরিবর্তন তরুণদের হাত দিয়েই হয়ে থাকে । সাম্প্রতি তারুণ্যের নেতৃত্বে যে আন্দোলন দেখলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেলাম বলে মন্তব্য করেছেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।  
তিনি বলেন, তরুণরাই বাংলাদেশকে নতুন ভাবে সূচনা করেছে। এই তরুণদেরকে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ  কর্মশালা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বাংলাদেশকে একটি সুন্দর জবাবদিহিতামূলক ও  সুশাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যে সারাদেশের মতোই রংপুরের পীরগাছায় তারুণ্যর যে উৎসব পালিত হচ্ছে তারই অংশ হিসেবে কর্মশালা এবং চিত্রাংকন,রচনা ও কুইজ প্রতিযোগিতা একই সাথে স্থানীয়ভাবে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে।  
 
আজ বুধবার বিকেলে পীরগাছা উপজেলা  হল রুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও চিত্রাংকন,রচনা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে  পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসব কথা বলেন।  তিনি আরও বলেন, লোকাল যে খেলাধুলা গুলো হয়েছে এগুলো আমরা সামনে নিয়ে আসবো। কালচার প্রোগ্রাম থেকে শুরু করে নানানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। তারুণ্যের ভাবনায় আমরা এগিয়ে যেতে চাই।  তরুণরা কিভাবে ভাবছে এই দেশকে কিভাবে এগিয়ে নিতে চাচ্ছে। তাদের এই যে প্রতিফলন  চিন্তা চেতনা কর্মকর্তা,জনপ্রতিনিধি আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে যেন তারুণ্যের ভাবনাটা ছড়িয়ে পড়ে।  এবং তারুণ্যের বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। থাকবে সুশাসন থাকবে জবাবদিহিতা  থাকবে স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ।  
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় চিত্রাংকন,রচনা ও কুইজ প্রতিযোগিতা কর্মশালায় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। গ্রামগঞ্জে সাধারণ মানুষের অর্থনীতি সংকটে ভুগছে। সেটি দূর করা দরকার বলে আমরা মনে করি।  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করতে পারলে এগিয়ে যাবে বাংলাদেশ।  
 
শিক্ষার্থীর প্রতিযোগিতা মূলক বক্তব্যে আরো বলেন, তারুণ্যের স্বপ্ন ও ভাবনা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই। শিক্ষাই জাতির মেরুদন্ড আমরা প্রত্যেকেই জানি। এই শিক্ষা ব্যবস্থা উন্নত করা দরকার। মাদকমুক্ত ও দারিদ্র্য নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দক্ষ জনবল তৈরি করতে হবে। তাহলেই সম্ভব আগামীর বাংলাদেশ।  
 
উন্নতি প্রযুক্তি দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। দের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। তাহলে বাংলাদেশ বিনির্মান করা সম্ভব।  দারিদ্র্য মুক্ত বাংলাদেশ চাই। কুসংস্কার মুক্ত দেশ গড়তে চাই। বাল্যবিবাহ রোধ করতে চাই। 
 
বাংলাদেশ কে পরিবর্তন করতে হলে আমরা নিজেরা উজযোগী  হই অন্যদের উজযোগর করি। বাংলাদেশের মানুষ বেকারত্ব যেন না থাকে। বেকারত্ব দূর হলে দারিদ্র্য সীমা কমিয়ে আসবে। প্রতিটি সেক্টরে জবাবদিহিতা থাকলে  দুর্নীতি কমে যাবে সেই সাথে সেবার মান বৃদ্ধি পাবে। নিজে দুর্নীতি মুক্ত থাকি অন্যকে দুর্নীতমুক্ত  থাকতে সহযোগিতা করি। দ্রুত মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত হতে হবে।  বৈষম্য মুক্ত পীরগাছা দেখতে চাই।  
 
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া,সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,
 
পীরগাছা থানার ওসি তদন্ত তাজুল ইসলামসহ  উপজেলার সকল কর্মকর্তা ও ৯ টি  ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। কুইজ প্রতিযোগিতায় পীরগাছা উপজেলার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

মন্তব্য করুন


Link copied