আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে জাগো বাহে তিস্তা বাচাই সমাবেশ

শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, রাত ০৮:৩২

Advertisement

‘তিস্তা নদীকে চীন সাংহাইর নদীর মতো দৃষ্টি নন্দন করে গড়ে তুলবে শেখ হাসিনার এসব কথা ভাল লাগে নাই’
--রাজারহাাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
 
কুড়িগ্রাম প্রতিনিধি:  ‘তিস্তা নদী এখন প্রশস্ত ৮কিলোমিটার চওড়া। তিস্তার চায়না বলেছিল এটাকে গ্রান্ড পয়েন্ট দিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর জমি আমাদের চাষাবাদে আসতো?  তারা এখানে স্যাটেলাইট শহর করবে।  ফাইভ স্টার হোটেল করবে।  ইকোনিমিক্যাল জোন করবে।  হাউজিং করবে।  পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করবে।  সাংহাই নদীকে যেমন দৃষ্টিনন্দন করে তুলেছে ঠিক সেই রকম তিস্তা নদীর জায়গায়ও দৃষ্টি নন্দন করে গড়ে তুলবে।  কিন্তু  শেখ হাসিনার  এসব কথা ভাল লাগে নাই।’  শনিবার(২৫জানুয়ারী) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারী মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠ এক সমাবেশে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

তিনি আারও বলেন,দেশে ও বিদেশের গণমাধ্যমে যদি প্রচার হয় তিস্তা পাড়ের মানুষ তিস্তা নদী সংরক্ষনের জন্য পানির ন্যয্য হিস্যা জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাহলে যে কোন সরকার বাধ্য হবে এ দাবী মানতে। দাবী আদায়ের জন্য হামার রংপুরকে বাঁচানোর জন্য  ১৭ ও ১৮ ফেব্রুয়ারী কর্মসূচী দেন তিনি। এসময়  কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস প্রমুখ।

সমাবেশ অন্যান্য বক্তারা বলেন,তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।

শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের হাজারো মানুষ যোগদান করেন।

মন্তব্য করুন


Link copied