স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম প্রমুখ।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিণ্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি, অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগিতায় ছয় উপজেলার ছেলে মেয়েরা অংশ নিচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারী বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হবে।