আর্কাইভ  রবিবার ● ৪ মে ২০২৫ ● ২১ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৪ মে ২০২৫

দিনাজপুরে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:০৪

Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরের বিরলে একটি গোডাউন ঘর থেকে জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিরল উপজেলার ধুকুরঝাড়ি ঢেরাপাটিয়া বাজার এলাকার গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করে বিরল থানা পুলিশ।
 
নিহত জাকির হোসেন দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্রি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পুরাতন বাহাদুর বাজারে পাটোয়ারী স্টোরের বিপরিতে মুদির দোকান করতেন। ব্যবসা পরিচালনা কালিন তার অনেক দেনা-পাওনা হয়। শহরের বাড়িটি  তৎকালীন আওয়ামীলীগ এক নেতার হস্তক্ষেপে এক পাওনাদার নিজের নামে লিখে নেন। পরে ব্যবসায়ি জাকির বিরলের ঢেড়াপাটিয়া বাজার সংলগ্ন এলাকায় সরিষা ও গম ভাঙ্গার মিল প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে পাশের গোড়াউন চানাচুর তৈরির ফ্যাক্টরি দেন। পরে তিনি আটা, ময়দা ও চানাচুর তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।
 
জাকিরের চাচাতো ভাই মনসুর আলী জানান, তার একমাত্র মেয়ে ঢাকায় থাকেন। দুপুর থেকে জাকিরের মেয়ে আলমা রাইসা বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছিল। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ থাকায় বাবার প্রতিবেশীর মোবাইলে বিষয়টি জানায়। সন্ধ্যায় প্রতিবেশী জাকির হোসেনের গোডাউন ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
 
স্থানীয়রা মখলেস,রুবেল,মোতালেব জানায়, জাকির হোসেনের দুই বিয়ে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। প্রথম স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তান  আলমা রাইসা প্রভা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন। 
 
এ বিষয়ে  দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহ উপুড় হওয়া অবস্থায় পাওয়া গেছে।তার মাথা ও গলায় জমাট বাঁধা রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত স্বাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য করুন


Link copied