আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’—বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:৫৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  সানজিদা চৌধুরী নামে এক শিক্ষার্থীকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’— বলে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষার্থী। 

আর তাই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ স্যালুট জানানোর কথা জানান তিনি। 

জামায়াত আমির বলেন, ‘যারা ৫২’র ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একদিকে ছিল নিরস্ত্র আন্দোলনকারীরা, অন্যদিকে ছিল জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। তবুও আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের আন্দোলনে আমরা এক ছোট বোনকে দেখেছি, যিনি বলেছিলেন—‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’। তার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে, স্যালুট। তোমার মধ্যে ৫২ এবং ৭১ এর সাহস রয়েছে। তোমার মতো বোন ও ভাইদের আমাদের খুব প্রয়োজন।’

তরুণদের অবদান স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তারা এক একটি জীবন্ত ইতিহাস। এমন সৌভাগ্য সবাই পায় না। তাদের ইতিহাস স্মরণ করা আমাদের দায়িত্ব, আর সেই ইতিহাস থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য।’

তিনি বলেন, ‘আজকের এই ছোট আয়োজনের মাধ্যমে আমরা ভাষা শহিদদের স্মরণ করছি। তবে তাদের প্রতি আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না। বায়ান্নর আন্দোলন শেখায়—যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ করতে হয়। আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ বা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। যদি আমাদের ভুল হয়, তবে আলোচনার মাধ্যমে সমালোচনা করুন।’

মন্তব্য করুন


Link copied