মমিনুল ইসলাম রিপন: রংপুরে পবিত্র রমজান উপলক্ষে অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
(২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৩টায় নগরীর কামারপাড়া ইদগাহ মাঠে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিট্রারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশন (এস.ডাব্লিউ.এ) ঢাকা বাংলাদেশ এর বাস্তবায়নে কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদ এর সভাপতি ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, একে এম দৌলত আকবর দুলাল এর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন কামার পাড়া এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুুষ্ঠানে সৌদি সরকার ও সুনবুলাহ ওয়েলফেয়ারে পক্ষে উপস্থিত ছিলেন আবদুল্লাহ বিন ওসমান ঘানি, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদের খতিব মওলানা আশরাফুল আলম, প্রভাষক সৈয়দ সাইফুল ইসলাম, সদ্য পুস্কুরনী ইউনিয়ন সচিব সাইফুর রহমান বাবু , বিশিষ্ট সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, মসজিদ কমিটির উপদেষ্টা হেলাল হোসেন ভুট্টু, হেলাল মাহামুদ , বিশিষ্ট সমাজে সেবক কামরুল হাসান বকুল, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, ফরহাদ হোসেন নয়ন, আফজাল হোসেন রনি, প্রমুখ।