বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
সম্প্রতি তিনি নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ।
আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘কমেডি ঘরানার গল্পে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। আজকাল সহজে যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে। এসব গল্পই পর্দায় তুলে ধরা হচ্ছে। এরই মধ্যে ৫০ পর্বের শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে ধারাবাহিকটি প্রচারে আসবে। আশা করছি, এই ধারাবাহিক থেকে বিনোদনের পাশাপাশি মানুষ বার্তা পাবে।’
৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি ‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম চালু করেছেন। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পোশাক, কসমেটিকসসহ নানা এক্সক্লুসিভ আইটেম থাকবে শোরুমে।