আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন শিক্ষার্থী অপর্ণা

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, রাত ০৯:২৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বগুড়ায় ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থী অপর্ণা চক্রবর্তী। ওই ছাত্রীর লিখে যাওয়া চিরকুট থেকেই এমন সন্দেহ করছে পুলিশ। চিরকুটে লেখা আছে ‘মা ক্ষমা করো। এই পৃথীবী থেকে চলে যাচ্ছি আমি, পরপারে তোমার সাথে দেখা হবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ভাইকে বলো, চার বছর ধরে আমি পড়াশোনার চেষ্টা করেছি।'

এ ঘটনায় মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন। 

এর আগে বুধবার রাতে শহরের জহুরুল নগর এলাকায় পাঁচতলা ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় অপর্নাকে উদ্ধার করা হয়উ পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত অপর্না জহুরুল নগর হাফিজার মোড় এসইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজ বগুড়া নামে বেসরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী। 

পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অর্পিতা তাদের নিজের ৫তলা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ওই বাড়ির ৫তলা বাড়ির ছাদটি রেলিং দিয়ে ঘেরা। তিনি একটি প্লাস্টিকের টুলের ওপর উঠে নিচে ঝাঁপ দেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এতে গুরুতর আহত হন তিনি। এরপর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে অপর্নার মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানান, মেয়েটির এক পায়ে সমস্যা ছিল। হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি বাসায় একটি চিরকুট লিখে যান। এ চিরকুট পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন


Link copied