আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

স্বপ্ন জয় করে মহাসাগরে – মেরিন অফিসার তানিশা রহমানের গল্প

রবিবার, ৩০ মার্চ ২০২৫, বিকাল ০৫:০৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের মেয়ে তানিশা রহমান, ছোটবেলা থেকেই ছিলেন সাহসী, মেধাবী এবং এডভেঞ্চারপ্রেমী। আকাশে বিমান দেখলেই ভাবতেন— “একদিন আমিও আকাশে বা সমুদ্রে ছুটে বেড়াব।” তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী বা নৌবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু ভাগ্য ভিন্ন পথে এগিয়ে নিয়ে গেল তাকে।

 
তানিশা চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমিতে সুযোগ পান এবং সেখানে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন, কিন্তু তানিশা জানতেন— নিজের স্বপ্নের জন্য তাকে লড়তেই হবে।
 
নারীদের জন্য নতুন চ্যালেঞ্জ
মেরিন একাডেমি থেকে সফলভাবে পাশ করার পরও তানিশার সামনে আরেকটি বাধা ছিল। সে সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) নারীদের জাহাজে কাজ করার অনুমতি দিত না। কিন্তু তানিশা ও তার সহকর্মীরা নারীদের ক্ষমতায়নের গুরুত্ব বোঝাতে কঠিন পরীক্ষা ও আলোচনা চালিয়ে যান।
অবশেষে তিনি ভারতের একটি শিপিং কোম্পানিতে ক্যাডেট অফিসার হিসেবে কাজ শুরু করেন এবং সেখান থেকেই তার সমুদ্রযাত্রার আসল শুরু হয়।
 
সাফল্যের পথে এগিয়ে চলা
 
দীর্ঘ প্রায় আড়াই বছরের অভিজ্ঞতা অর্জনের পর বর্তমানে তানিশা রহমান সিঙ্গাপুরের একটি শিপিং কোম্পানিতে অফিসার হিসেবে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
 
নারীদের অগ্রযাত্রা থামবে না
আজকের নারীরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নন। তারা আকাশ ছুঁয়েছে, সমুদ্র জয় করেছে, মহাকাশেও ছুটে চলেছে। তানিশার মতো সাহসী নারীরা প্রমাণ করেছেন যে ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো চ্যালেঞ্জই জয় করা সম্ভব।
 
শেষ কথা
তানিশার গল্প আমাদের শেখায় যে নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। বিজ্ঞান, প্রযুক্তি, নৌপরিবহন— সবখানেই তারা নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। আপনিও কি স্বপ্ন দেখেন মহাসাগর পাড়ি দেওয়ার? তাহলে সাহস নিয়ে এগিয়ে যান, কারণ পথচলা শুরু না করলে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়!

মন্তব্য করুন


Link copied