আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

বিদেশে রাজকীয় ঈদ আ.লীগ নেতাদের, দেশে দুর্দশায় কর্মীরা

সোমবার, ৩১ মার্চ ২০২৫, দুপুর ০৪:৫৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: গত ৫ আগস্টের পর থেকে চরম বিপর্যয়ে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ করে, যারা দেশ ছাড়তে পারেননি, তারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন। মামলা-হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরা ঈদুল ফিতরও স্বাভাবিকভাবে পালন করতে পারেননি। অনেকে নিজ এলাকা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন, আবার যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন, তারা প্রতিপক্ষের রোষানলে পড়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে রাজকীয় ঈদ উদযাপন করছেন। সেসবের আবার ছবিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা। 

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের ঈদ উদযাপনের ছবি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানও ঈদ উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে বিভিন্ন দেশে অবস্থানরত নেতারা পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ পালন করছেন। তাদের মতো বিভিন্ন দেশে অবস্থানকারী নেতারাও আছেন খোশ মেজাজে। অথচ কর্মীদের অভিযোগ, তাদের খবরও রাখছে না কেউ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উদযাপন করেছেন ভারতে। দলের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতা দেশের বাইরে ঈদ পালন করেছেন। তাদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিলসহ আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী বলেন, ‘আমরা দেশে নানান জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ঈদ কাটিয়েছি। অথচ আমাদের নেতারা বিদেশে বসে রাজকীয় ঈদ উদযাপন করছেন, অথচ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না।’

একইভাবে ছাত্রলীগের একজন নেতা সামিউল আলম সাকিব বলেন, ‘৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন হুমকির শিকার হয়ে পলাতক। ঈদে সবাই যখন পরিবারের সঙ্গে, তখন আমরা চার দেয়ালের মধ্যে বন্দি। এ এক বেদনাদায়ক ঈদ।’

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীরা অসহনীয় নির্যাতনের মধ্যে রয়েছে। শেখ হাসিনা নেই, দেশের মানুষের মনে শান্তি নেই। ইউনূস সরকার রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছে।’

আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের দুর্দশার মাঝে দলের শীর্ষ নেতাদের বিলাসবহুল ঈদ উদযাপন নিয়ে তুমুল আলোচনা চলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখন উৎকণ্ঠায় রয়েছেন দলের সাধারণ কর্মীরা।

মন্তব্য করুন


Link copied