স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক কারখানার (খেলনা তৈরির কারখানায়) ডায়াস্টিক মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার(৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করে জানান আহত দগ্ধরা হলেন- জেলার সৈয়দপুরের উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২৬) ও জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমাড়ি গ্রামের খায়রুল ইসলাম (২৫)। তারা ওই কোম্পানীতে রাত্রীকালিন অতিরিক্ত সময় কাজ করছিলেন। আহতদের প্রথমে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক কারখানার (খেলনা তৈরির কারখানায়) ডায়াস্টিক মেশিন বিস্ফোরণের ঘটনায় কারখানা থেকে দগ্ধ অবস্থায় আমরা দুই শ্রমিককে উদ্ধার করি ।