আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

আগুনে পুড়ল ‘হাসিনার দানবীয় মুখাকৃতি’সহ দুটি মোটিফ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫, দুপুর ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক: নববর্ষের দিন আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মূল মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি পতিত সরকার শেখ হাসিনার দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতি এবং অন্যটি শান্তির পায়রা।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, ফ্যাসিবাদী মুখাকৃতি পুড়ে ছাই গেছে। তবে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়েছে।
 
অনুষদের সাবেক শিক্ষার্থীদের অভিযোগ, নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছিল। এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র। বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এখনও যারা চারুকলার সঙ্গে জড়িত তাদের মধ্য থেকে কেউ ঘটনাটি ঘটিয়েছে। আগুনের ঘটনায় মামলা করা হতে পারে।
 
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রক্টর ও ডিনের সঙ্গে মিটিংয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
 
অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ক্রাইম এন্ড অপারেশন) অতিরিক্ত কমিশনার এস এম মো. নজরুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার কিছু আগে এ ঘটনা ঘটেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ঘটনা ঘটিয়েছে। ডিটেনশন টিম আসছে, তদন্ত করলে বিস্তারিত জানতে পারব।
 
ফ্যাসিবাদী মোটিফ পুড়াতে গিয়ে পায়রাটিও পুড়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা। 
 
প্রসঙ্গত, এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’। যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ বা অবকাঠামো।

মন্তব্য করুন


Link copied