আর্কাইভ  বৃহস্পতিবার ● ১ মে ২০২৫ ● ১৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১ মে ২০২৫

উইকেট পরিবর্তন না হলে মানও বাড়বে না : মুমিনুল

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, রাত ০৯:২২

Advertisement

নিউজ ডেস্ক:  টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উইকেটের মান ও চরিত্রকে দায়ী করলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান প্রথম টেস্টে ব্যাটারদের আত্মসমর্পণ এবং দলের সংগ্রামী পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়েই নিজের মত প্রকাশ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

মুমিনুল বলেন, 'আমার কাছে মনে হয় যতদিন উইকেট পরিবর্তন না হবে ততদিন মান বাড়বে না। উইকেটটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।' 

তিনি জানান, উন্নত ও বৈচিত্র্যপূর্ণ উইকেট তৈরি হলে পেসাররাও আরও উৎসাহিত হবে এবং প্রতিটি বিভাগেই সেরা পারফরম্যান্সের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উন্নতির জন্য বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তির বিষয়ে মুমিনুলের মত, এর কিছু সুবিধা থাকলেও রয়েছে সীমাবদ্ধতাও। তিনি বলেন, 'বিদেশি খেলোয়াড়দের সুযোগ দিলে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে একজন দেশি বোলার সুযোগ পাবে না, যা একটা ঘাটতির জায়গা।

এদিকে নিজের অধিনায়কত্বের সময়ের সঙ্গে তুলনা করে বর্তমান দলের প্রশংসাও করেন মুমিনুল। তার ভাষ্য, 'আমি যখন অধিনায়ক ছিলাম তখন খুব ভালো বোলার ছিল না, দলটাকে একটা জায়গায় আনতে অনেক কষ্ট হয়েছে। এখনকার টেস্ট দল অনেক সাজানো-গোছানো। হয়তো ব্যাটিংটা ধারাবাহিক নয়, কিন্তু ফিল্ডিং ও বোলিংয়ে আমরা অনেক এগিয়ে গেছি।'

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে প্রথম দিনেই পিছিয়ে পড়ে টাইগাররা। দ্বিতীয় দিন কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও পর্যন্ত জয় নিশ্চিতে পৌঁছাতে পারেনি দল। ৪ উইকেট হারিয়ে ১১২ রানের লিড নেওয়াটা স্বস্তির হলেও, সেটি যথেষ্ট নয়।

মন্তব্য করুন


Link copied