আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটা সামষ্টিক ব্যর্থতা: নাহিদ

শনিবার, ৩ মে ২০২৫, রাত ০২:৫৪

Advertisement

নিউজ ডেস্ক: নৌকা মার্কাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। বিচার চলাকালে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দলের নিবন্ধন বাতিল ও গণহত্যার দায়ে বিচারের’ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।

এ সময় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ বক্তব্য দেন।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী ফ্যাসিজমের বিচার করা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বসে থাকব না। জনতার আদালতে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে।’

সমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে নেমে আসতে হচ্ছে, রাজপথে কথা বলতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই মনে করি।’

জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম দাবি ছিল, জাতির কাছে অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিগত সময় ধরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বলে জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘জাতিসংঘের রিপোর্টেও স্পষ্ট প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় জুলাইয়ে মানবতাবিরোধী হত্যাকাণ্ড হয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। বিচার চলাকালে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা শহীদদের আত্মত্যাগের ফলেই এই স্বপ্ন দেখছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণের কাছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে যাব, প্রতিটি দরজায় এনসিপির বার্তা পৌঁছে দেব।’

এদিন জুমার পর থেকে সমাবেশস্থলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় অসংখ্য ছাত্র-জনতাকে মিছিল নিয়ে এনসিপির সমাবেশে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও অংশ নেন।

মন্তব্য করুন


Link copied