আর্কাইভ  রবিবার ● ৪ মে ২০২৫ ● ২১ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৪ মে ২০২৫

দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন

শনিবার, ৩ মে ২০২৫, বিকাল ০৫:২৬

Advertisement

মমিনুল ইসলাম রিপন:  পরিবেশবাদীদের অপ-প্রচার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে বিলম্ব করলে লাগাতর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নর্থভিউ হোটেলে পদযাএা দাবিতে রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, , জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এসময় দুলু বলেন, চীনে প্রধান উপদেস্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দেশে এসে এ নিয়ে কোন উদ্যোগ আমরা দেখছি না। যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এরই মধ্যে তথাকথিত পরিবেশবাদিরা মিথ্যা তথ্য সন্ত্রাস তৈরি করেছে। অপ-প্রচার চালাচ্ছে। অবিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে।সেটি না করলে আমরা লাগাতর আন্দোলনে যাবো।

 পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে সমাবেশ করবে। 

মন্তব্য করুন


Link copied