নিউজ ডেস্ক: আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে আজ শুরু হলো এই সংগঠনের পথ চলা।
এতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেই অনুষ্ঠানে গিয়ে তামিম কথা বলেছেন বিসিবির নির্বাচন নিয়েও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’
তিনি আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে, পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’
দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে উঠে আসা ক্রিকেটারদের উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তামিম।
তিনি বলেন, ‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি, এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।’
তামিম আরও বলেন, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’
সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদও। ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা। এসময় সংগঠনের মুখপাত্ররা জানান, খুব দ্রুতই ১০ বিভাগে কমিটি গঠনসহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি।„