আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

শত্রুকে যে হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার

সোমবার, ৫ মে ২০২৫, রাত ০৯:০৬

Advertisement

নিউজ ডেস্ক: ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির দ্রুত জবাব দেওয়া হবে। শত্রুকে সঠিক জবাব দিতে তার বাহিনী মোটেও দেরি করবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২৫তম অভিজাত কনস্ক্রিপ্ট প্রশিক্ষণ কোর্সে বক্তৃতাকালে ওয়াহেদি বলেন, বিমান বাহিনী কেবল জাতীয় প্রতিরক্ষা কৌশলের একটি যুদ্ধ ইউনিট নয়। এটি যেকোনো হুমকির দ্রুত প্রতিক্রিয়া দেয়ার ক্ষেত্রে সম্মুখ সারির সারির সদস্য। 

ইরানের এই কমান্ডার বলেন, আকাশ নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের অর্থ যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তিনি আরও বলেন, আজকের সামরিক সমীকরণে যে জাতি তার আকাশসীমা রক্ষা করতে অক্ষম, তারা স্থল ও সমুদ্রে ঝুঁকিপূর্ণ থাকবে।

ওয়াহেদি সাম্প্রতিক দশকগুলোতে ইরানের বিমান বাহিনীর অগ্রগতি তুলে ধরে বলেন, আজ, বিমান বাহিনী সবচেয়ে দূরবর্তী স্থান থেকে আসা হুমকি সনাক্ত করতে পারে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

ইরানের এই কমান্ডার আরও বলেন, স্মার্ট ড্রোন, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ, বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা;  এই সবই ইরানের বিমান বাহিনী শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য ব্যবহার করে।

বিদেশী নির্ভরতা 'ত্রুটিপূর্ণ কৌশল'

অন্যত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদি তার বক্তব্যে প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতার তাৎপর্য তুলে ধরে বলেন, নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রমাণ করেছে যে বিদেশি উৎসের উপর নির্ভরতা একটি ত্রুটিপূর্ণ কৌশল।

ওয়াহেদি বলেন, আজ, [ইরানের] বিমান বাহিনী আক্রমণাত্মক ড্রোন, বিমান রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড, দেশীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং রাডার সিস্টেমের উন্নয়নের মাধ্যমে - বিশ্বকে দেখিয়েছে যে জাতীয় ইচ্ছাশক্তি যেকোনো বাধা অতিক্রম করতে পারে।


সূত্র: প্রেস টিভি

মন্তব্য করুন


Link copied