নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে ৯টার দিকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই খবর দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
পোস্টে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’
এই বিস্ফোরণের প্রকৃতি ও উৎস সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে, এই ঘটনা যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান শনিবার বিকেল ৫টা থেকে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও অবিশ্বাসের প্রতিফলন হতে পারে।
ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডে ও দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশমীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কিছু জায়গায় পাকিস্তান হামলা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত বরাবর আখনূর, রাজৌরি ও রণবীর সিং পুরা এলাকায় কামান ব্যবহার করে গোলাবর্ষণ করেছে। জম্মুর পালানওয়ালা এলাকার নিয়ন্ত্রণরেখা বরাবরও নাকি যুদ্ধবিরতি ভাঙা হয়েছে বলে খবর আছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বারামুলাতেও নাকি বিকট শব্দ শোনা গেছে, যা বিস্ফোরণের মতো। ঐ এলাকায় একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও একটি সন্দেহজনক উড়ন্ত জিনিস (চালকবিহীন আকাশযান) দেখা গেছে।