আর্কাইভ  শুক্রবার ● ২৩ মে ২০২৫ ● ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৩ মে ২০২৫

গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

শুক্রবার, ২৩ মে ২০২৫, রাত ০১:১৩

Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় সংসদের গাইবান্ধার পাঁচটি আসনের সাবেক ছয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। 

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে ঘটনার ১০ মাস পর এই মামলা দায়ের করেন।    
     
মামলার অন্যতম আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি শাহ সরোয়ার কবির ও সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের  সাবেক এমপি আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের মোট ৮৫ জনকে আসামি করা হয়।    

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে বিগত ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে তাকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও উল্লেখ করা হয়, একই বছরের ৪ আগস্ট বেলা ২টার দিকে বায়োজিদকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় ধরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে হামলাকারীরা “জয় বাংলা” শ্লোগান দিয়ে স্থান ত্যাগ করে। এছাড়া এসময় তার দিকে তাক করে রাবার বুলেটও ছোড়া হয়।

জানতে চাইলে এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, “আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গত বছরের ১৪ জুলাই গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ও ৪ আগস্ট দুপুরের দিকে ডিসি অফিসের সামনে উল্লেখিত আসামিসহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে আমার উপর হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের তান্ডব চালিয়েছে। এ সময় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।” 

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে আজ বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন


Link copied