আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

শুক্রবার, ৩০ মে ২০২৫, দুপুর ০২:১৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আজ ৩০ মে, শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে নেতাকর্মীরা আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের  নেতাকর্মী। এ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও সফল রাষ্ট্রনায়ক। 

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগেই কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুসারে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১০টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, দুস্থদের মধ্যে চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মধ্যে চাল-ডালসহ  বস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মসজিদে মসজিদে গণদোয়ার আয়োজন করা হয়েছে। 

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হচ্ছে। বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারাদেশে বিএনপির সকল জেলা,  উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। এর পর থেকে প্রতিবছর বিএনপি দিনটিকে জিয়াউর রহমানের ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে।

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।

মন্তব্য করুন


Link copied