আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

রংপুর বিভাগে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৮১ হাজার চামড়া

সোমবার, ৯ জুন ২০২৫, রাত ১১:০৭

Advertisement

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের ৮ জেলার মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং বিভিন্ন আড়তে এ বছর কোরবানির ২ লাখ ৮১ হাজার গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ২ লাখ ২৪ হাজার পিস। ছাগলের চামড়ার সংখ্যা ৫৬ হাজার পিস। রংপুর বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র দেখা গেছে।

জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে ৪০ হাজার, ঠাকুরগাঁওয়ে ৫২ হাজার, দিনাজপুরে ২৫ হাজার, নীলফামারীতে ২৫ হাজার ৫০০ পিস, রংপুরে ৪০ হাজার, গাইবান্ধায় ৫৮ হাজার ৫০০ পিস, লালমনিরহাটে ১৮ হাজার এবং কুড়িগ্রামে ২৩ হাজার পিস গরু, মহিষ ও ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বিভিন্ন আড়তে ২৫ হাজার গরু ও মহিষ এবং ৮ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৫ হাজার পিস গরু ও মহিষ এবং ২ হাজার পিস ছাগলের চামড়া।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আড়তে ৩২ হাজার পিস গরু ও মহিষের চামড়া এবং ১০ হাজার পিস ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। আর মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৮ হাজার পিস গরু ও মহিষের চামড়া এবং ২ হাজার পিস ছাগলের চামড়া।

দিনাজপুরের বিভিন্ন আড়তে ১৫ হাজার গরু ও মহিষ এবং ৬ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৪ হাজার গরু ও মহিষের চামড়া।

নীলফামারীর বিভিন্ন আড়তে ১২ হাজার গরু ও মহিষ এবং ৮ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৪ হাজার ৫০০ গরু ও মহিষের চামড়া।

রংপুরের বিভিন্ন আড়তে ২৪ হাজার গরু ও মহিষ এবং ৮ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৮ হাজার গরু ও মহিষের চামড়া।

গাইবান্ধার বিভিন্ন আড়তে ৫০ হাজার গরু ও মহিষ এবং ৪ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৪ হাজার ৫০০ গরু ও মহিষের চামড়া।

লালমনিরহাটের বিভিন্ন আড়তে ১১ হাজার গরু ও মহিষ এবং ৩ হাজার ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৩ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ছাগলের চামড়া।

কুড়িগ্রামের বিভিন্ন আড়তে সংরক্ষণ করা হয়েছে ১৪ হাজার গরু ও মহিষ এবং ৪ হাজার ছাগলের চামড়া। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৪ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ছাগলের চামড়া।

মন্তব্য করুন


Link copied