আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

ঈদের খুশির রেশ নিয়ে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, দুপুর ০২:০৪

Advertisement

নিউজ ডেস্ক:  প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানীমুখী হচ্ছেন মানুষ। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে ঢাকাই ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই ঢাকার যাত্রাবাড়ী, গাবতলী, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কেউ ফিরছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ কেউ একা। সবার মুখেই ঈদের খুশির ছাপ।

সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম, সিলেট থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন। তারা জানান, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন। বাসে কোনো যানজট নেই। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে।

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।

সায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। বাসস্ট্যান্ডজুড়ে যাত্রীদের আসা-যাওয়া থাকলেও তারা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। কয়েকজন যাত্রী জানান, আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলোতে ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ কর্মস্থলে। টানা ছুটির অষ্টম দিনেও বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায়।

এবারের ঈদে দীর্ঘ ছুটি (টানা ১০ দিন) থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা। ঈদ শেষে ধীরে ধীরে ফিরছেন তারা।

মন্তব্য করুন


Link copied