নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা। আজ সকালে স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রতিভাবান ফুটবলার।
দিয়োগো জোতার মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। পর্তুগাল জাতীয় দলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছেন, 'এটার কোনো মানে হয় না। আমরা তো সবে জাতীয় দলে একসাথে ছিলাম, তুমি তো সদ্য বিয়ে করেছিলে। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা। তাদের জন্য আমি পৃথিবীর সব শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের পাশে থাকবে। বিশ্রামে থাকো, দিওগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করবো।'
একই দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই আন্দ্রে সিলভাও। তিনিও একজন পেশাদার ফুটবলার ছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, জামোরায় জোতা ও আন্দ্রের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। গত ২২ জুন পর্তুগালের পোর্তো শহরে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে এবং ২৮ জুন সেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন জোতা। স্ত্রী রুতে ও তিন সন্তানকে নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি।