নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হয়েছে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে। ম্যাচের আগে টস জিতেছেন মিরাজ। তবে একাদশে এসেছে পরিবর্তন।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাস ও তাসকিন আহমেদকে বসিয়ে রেখেছে ম্যানেজম্যান্ট। একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা একাদশেও রয়েছে দুটি পরিবর্তন। মিলান রত্নায়েকে ও ঈশান মালিঙ্গার জায়গায় খেলবেন যথাক্রমে দুনিথ ওয়েললাগে এবং দুশমান্থা চামিরা।
আজকের ম্যাচে জিতলে সিরিজে ১-১ সমতা ফিরবে এবং তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হবে। প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ২৫৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান করে।
এরপর বাংলাদেশ মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায়, যা তাদের ৭৬ রানে হারের কারণ হয়। আজকের ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।